মিরাজের ৫ উইকেট, জিম্বাবুয়ে ২৭৩

মিরাজের ৫ উইকেট, জিম্বাবুয়ে ২৭৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৬:২৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

২৭৩ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে

নাহিদ রানার গতিময় স্পেলে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শুরু, মাঝে শন উইলিয়ামসের প্রতিরোধের পর টেইলএন্ডারদের ব্যাটে জিম্বাবুয়ের লিড। সেই লিড অবশ্য খুব বেশি বড় হতে দেননি মেহেদী হাসান মিরাজ। স্পিন জাদুতে একাই নিয়েছেন পাঁচ উইকেট। তার স্পিন জাদুতে ২৭৩ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। লিড পেয়েছে ৮২ রানের।

জিম্বাবুয়ের লিড পাওয়ার দিনে ১১-তম বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মিরাজ। ২০২২ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে টেস্টে পাঁচ উইকেট পেলেন তিনি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২০.২ ওভার বল করে পাঁচ মেইডেনসহ ৫২ রানে পাঁচ উইকেট নেন এই অফস্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগেও পাঁচ উইকেট নিয়েছেন তিনি, একই প্রতিপক্ষের সাথে তার সেরা বোলিং ফিফার ৫/৩৮।

দিনের শুরুতে নাহিদ তোপ দাগালেও শেষটা করেছেন মিরাজ। পেস সহায়ক উইকেটেও বেশ টার্ন পেয়েছেন তিনি। তার স্পিন জাদুর শুরু শন উইলিয়ামসকে ফিরিয়ে। ব্যাটিং অর্ডার একাই টেনে নিয়ে যাওয়া এই ব্যাটার মিরাজের বলে উইকেট ছেড়ে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়ের হাতে। দ্বিতীয় শিকার মায়াভো ফিরেছেন এলবিডব্লিউ হয়ে।

ওয়েলিংটন মাসাকাদজা ড্রাইভ করতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন শর্ট কভারে। ব্লেসিং মুজারাবানি উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে হয়েছেন স্টাম্পড। মিরাজের পঞ্চম ও জিম্বাবুয়ের শেষ উইকেট হিসেবে আউট হয়েছেন ভিক্টর ন্যুয়াচি।

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
নাহিদ রানা
মেহেদী হাসান মিরাজ

OR

Scroll to Top