সারাবাংলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২২:০৭
চট্টগ্রাম ব্যুরো: জমজমাট আয়োজন ও উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পেনিনসুলা প্রিমিয়ার ক্রিকেট লিগ।
শনিবার (১৯ এপ্রিল) নগরীর চান্দগাঁও কোয়ালিটি ক্রিকেট ফিল্ডে তিনটি দলের দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। অংশগ্রহনকারী টিমসমূহ হল, পেনিনসুলা লায়ন্স, পেনিনসুলা ওয়ারিয়র্স এবং পেনিনসুলা গ্ল্যাডিয়েটর্স।
এদিন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেনিনসুলা প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেনিনসুলা চিটাগাং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধনা। এবারের টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর – ইস্পাহানি টি লিমিটেড, কো-স্পন্সর – অ্যাস্টে মেডিকেল বাংলাদেশ লিমিটেড।
পেনিনসুলা চিটাগং প্রতিবছর ধারাবাহিকভাবে পেনিনসুলা প্রিমিয়ার লীগ আয়োজন করে আসছে। তারকা হোটেল পেনিনসুলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পৃথক টিমে অন্তভূক্ত হয়ে এই টুর্ণামেন্টে অংশ গ্রহন করে। সৌহার্দ্যকে উৎসাহিত করা, শক্তিশালী আন্তঃবিভাগীয় বন্ধন গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একটি সুষম কর্মসংস্কৃতি তৈরি করতে এই টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিকেলে পেনিনসুলা প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে পেনিনসুলা গ্ল্যাডিয়েটর্স। রানার্সআপ ট্রফি অর্জন করেছে পেনিনসুলা ওয়ারিয়র্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন টিমের হাতের ট্রফি তুলে দেন দ্য পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধনা এবং সকল বিভাগীয় প্রধান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার নূর নবী। এছাড়াও কো-স্পন্সর অ্যাস্টে মেডিকেল বাংলাদেশ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/এমপি