বাফুফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগ

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৫২

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পদত্যাগ করেছেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ সরফরাজ হাসান সিদ্দিকী। আজ (শনিবার) তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে। তার পদত্যাগ কার্যকর ধরা হয়েছে ১০ এপ্রিল থেকে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাহী কমিটির সকল সদস্যকে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অবশ্য পদত্যাগ করলেও আরও তিন মাস বাফুফেতে থাকছেনসরফরাজ, পূর্ব শর্তানুযায়ী। মধ্যবর্তী এই সময়টায় সরফরাজ মূলত কাজ করবেন দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায়। নতুন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন বাফুফের ফাইন্যান্স বিভাগের আরেক কর্মকর্তা সৈয়দ আমিরুল। প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে বাফুফের ব্যাংকিং, ফিফা, এএফসি ও সাফের সাথে যুক্ত আর্থিক বিষয়গুলো দেখভাল করবেন তিনি।

আমিরুলের আগে যারা এই পদে কাজ করেছেন, তাদের নিয়ে গত কয়েক বছরে বেশ ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে বাফুফে। আর্থিক হিসাবে গড়মিলের জন্য ২০২৩ সালের ২৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। এরপর আর্থিক তদন্ত কমিটির কাজ চলমান থাকাকালীনই পদত্যাগ করেন তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন। তার জায়গায় আসেন সদ্য পদত্যাগ করা সরফরাজ।

সারাবাংলা/জেটি

ফিফা
বাফুফে

OR

Scroll to Top