জ্যোতিষীদের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী সালমান খানকে নিয়ে

জ্যোতিষীদের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী সালমান খানকে নিয়ে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৫২

যতই দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান, যতই নিজের খামারবাড়ির জামগাছে উঠে ফল পাড়ুন— সালমান খান কি সত্যিই ভাল আছেন? এমন প্রশ্ন উঠেছে শনিবার আরও এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে। চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন, আগামী তিন বছর ভাল নয় ভাইজানের পক্ষে। সেই তথ্যেই আরও এক বার সিলমোহর পড়ল। অন্য এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে ‘সিকান্দার’-এর। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা!

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, এ বিষয়ে ওই জ্যোতিষীর বক্তব্য, “এ বছর ছবিমুক্তির পক্ষে শুভ নয়। সালমান এ বছর যেন ছবিমুক্তি থেকে দূরে থাকেন।” সেপ্টেম্বর-অক্টোবর মাস খুবই সাবধানে থাকতে হবে অভিনেতাকে। ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়কেরাই তার শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন সালমানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার।

শুধুই ২০২৫ নয়, সালমানকে ২০২৬ সালেও সাবধানতা অবলম্বন করতে হবে। জ্যোতিষী জানিয়েছেন, জীবনহানির আশঙ্কা প্রবল। দুর্ঘটনা বা অস্ত্রোপচারও হতে পারে তার। তাই মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলাই ভাল। এপ্রিল মাস থেকে তিনি বাইরে যত কম বেরোবেন ততই মঙ্গল। সালমানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে প্রথম জ্যোতিষী অনুরাগীদের রোষের মুখে পড়েছিলেন। তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। পাশাপাশি, ভাইজানের জন্য শুরু হয়েছিল যজ্ঞ, পুজোপাঠ! দ্বিতীয় জ্যোতিষীও প্রায় একই ভবিষ্যদ্বাণী করায় সেই পর্ব কি আরও বাড়বে? সময় উত্তর দেবে।

সারাবাংলা/এজেডএস

জ্যোতিষী
সালমান খান

OR

Scroll to Top