নারায়ণগঞ্জ বন্দর থানা দলিল লিখক ভাই-ভাই সমিতির বার্ষিক বনভোজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনব্যাপী আনন্দ উল্লাসে উপভোগ করেন সদস্যরা।ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিনোদন মুলক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরস্থ স্বপ্নদীপ রিসোর্টে সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
ভাই ভাই দলিল লিখক সমিতির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম সাঈদের পরিচালনায় অর্ধশতাধীক দলিল লিখক বনভোজনে অংশ গ্রহণ করেন।
এসময় ফুটবল, ক্রিকেট ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করার পাশাপাশি প্রত্যেক সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। মধ্যাহ্ন ভোজে উন্নত মানের দেশীয় খাবার পরিবেশন করা হয়।
এর আগে বন্দর সমরক্ষেত্র হতে দোয়া মোনাজাতের মাধ্যমে যাত্রা শুরু করেন এবং দিনব্যাপী জমজমাট আয়োজন উপভোগ করেন সমিতির সদস্যরা। চমৎকার আয়োজনের মাধ্যমে বার্ষিক বনভোজন সম্পন্ন করায় সমিতির সদস্যরা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।