২০ সিনেমা হলে ‘দায়মুক্তি’

২০ সিনেমা হলে ‘দায়মুক্তি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

সাইমন ও সুস্মি রহমান

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। অনুদান প্রাপ্তির প্রায় ৭ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি। ২০১৬১৭ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটি মুক্তি পেল ২০টি প্রেক্ষাগৃহে। ছবিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাইমন সাদিক, সুস্মি রহমান, সুচরিতা, সুব্রত প্রমুখ।

সমাজে বিভিন্ন সময়েই বৃদ্ধাশ্রমের নানা গল্প শোনা যায়। সন্তানরা প্রতিষ্ঠিত হলে অনেক পরিবারে বৃদ্ধ মাবাবাকে ঘিরে তৈরি হয় জটিলতা! তাদের অনেকেরই আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তেমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে দায়মুক্তি সিনেমাটি।

এতে মুখ্য চরিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। নাটকে একসঙ্গে বহুবার কাজ করলেও সিনেমায় প্রথমবার পর্দা শেয়ার করলেন এই দুই গুণী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, শম্পা নিজাম, সুব্রত, সূচরিতা সহ আরো অনেকে।

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

সারাবাংলা/এজেডএস

দায়মুক্তি
সাইমন সাদিক
সুস্মি রহমান

OR

Scroll to Top