এক যুগ পর সান্তোসের হয়ে মাঠে নেমেই ম্যাচসেরা নেইমার

এক যুগ পর সান্তোসের হয়ে মাঠে নেমেই ম্যাচসেরা নেইমার

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬

সান্তোসের হয়ে মাঠে নামলেন নেইমার

গত মাসের শেষভাগে আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছিলেন তিনি। ক্লাবে যোগ দেওয়ার পর খুব বেশিদিন মাঠে নামার জন্য অপেক্ষা করতে হয়নি নেইমারের। এক সপ্তাহের মাঝেই ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে নামলেন নেইমার।

এস্টাডিও ভিলা বেলমিরোতে বোটাফোগো এফসির বিপক্ষে মাঠে নেমেছিল সান্তোস। শুরুর একাদশে ছিলেন না নেইমার। প্রথমার্ধের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন টিকুইনহো সোয়ারেস। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সান্তোস।

দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে উপস্থিত দর্শক চিৎকারে ফেটে পড়ে। মাঠে নেমে নিজের সেরাটা না দিতে পারলেও দারুণ কিছু পাস দিয়েছেন, সুযোগ তৈরি করেছিলেন গোলেরও।

প্রতিপক্ষের ফাউলেও জর্জরিত হয়েছেন কিছুদিন আগেই ইনজুরি থেকে থেকে ফেরা এই ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত গোল হজম করে ড্র নিয়েই মাঠ ছাড়ে সান্তোস। প্রথম ম্যাচে মোট ৫২ মিনিট মাঠে ছিলেন নেইমার। মাঠে নিজের পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও হয়েছেন তিনি।

সান্তোসের হয়ে ১২ বছর পর মাঠে নেমে উচ্ছ্বসিত নেইমার, ‘আমি সান্তোসকে অনেক বেশি ভালোবাসি। ক্লাবের হয়ে মাঠে নামতে পেরে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এখনো শতভাগ ফিট নই। মাঠে আরও বেশি সময় কাটাতে হবে। আজকের ম্যাচে তাই খুব বেশিকিছু করতে পারিনি। ৪-৫টা ম্যাচ গেলেই আশা করি আরও ভালো অনুভব করব।’

সারাবাংলা/এফএম

নেইমার
ব্রাজিল
সান্তোস

OR

Scroll to Top