ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বিপিএলের ৩১তম ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টুর্নামেন্টে উড়ন্ত থাকা
রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার চট্টগ্রামে টস জিতে দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নরুল হাসান সোহান।
৮ ম্যাচের প্রত্যেকটিতে জয় পাওয়া রংপুরের হাতে আছে ৪টি ম্যাচ। যার একটি জিতলেই শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত হয়ে যাবে তাদের। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে অন্তত দু’টি সুযোগ পাবে তারা। তাই দুর্বল রাজশাহীর বিপক্ষে এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না সোহানের দল।
এদিকে, অধিনায়ক বদলেও অবশ্য ভাগ্য বদল হয়নি রাজশাহীর। বরং লজ্জার হারে লিগ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে রাজশাহী। আজ রংপুরকে হারাতে না পারলে প্লে-অফের সম্ভাবনা এক প্রকার শেষ হয়ে যাবে তাদের।
ঢাকাপ্রতিদিন/এআর