‘একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি’

‘একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

সংগীতশিল্পী-অভিনেতা তাহসানের সঙ্গে রোজা আহমেদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনা চললেও খুব একটা খুলেননি তিনি। অবশেষে বিয়ের কিছু নিজের ইন্টাগ্রামে শেয়ার করে এ নিয়ে সমালোচনাকারীদের খোঁচা মেরেছেন।

রোজা লিখেছেন, অবশেষে আমি একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে এসব দেওয়ার প্রতিজ্ঞা করেছি এবং সারা জীবনের জন্য ঘর দিয়েছি।

উল্লেখ্য, ৪ তারিখ সকাল থেকেই এই দম্পতির গায়ে হলুদের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসময় বিয়ের ব্যাপারটি এড়িয়ে যান তাহসান। তবে ওই দিন (শনিবার) সন্ধ্যায় নিজেই বিয়ের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অবশ্য রোজা এ বিষয়ে তখন পর্যন্ত চুপ ছিলেন। তবে রবিবার (৫ ডিসেম্বর) তিনি ইনস্টাতে বিয়ের সুন্দর কিছু ছবি পোস্ট করেছেন।

উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তা।

সারাবাংলা/এজেডএস

তাহসান
বিয়ে
রোজা

OR

Scroll to Top