ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত রায়হান রাফীর আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ প্রদর্শনের অনুমতি না পাওয়ায় শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই পরিস্থিতি পাল্টে যায়। এখন ‘অমীমাংসিত’ সহ আরও যেসব চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে, সেগুলোর মুক্তির দাবি জোরালো হচ্ছে।
ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’-এ প্রধান চরিত্রে অভিনয় করা তানজিকা আমিনও এই দাবির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেন্সর বোর্ডের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সেন্সর বোর্ড থাকা উচিত না।”
তানজিকা আমিনের মতে, “একজন পরিচালকের কাজ হলো সব ধরনের গল্প দর্শকের সামনে তুলে ধরা। সেখানে সেন্সর বোর্ড কেন বাধা দেবে? ‘অমীমাংসিত’ ছাড়াও যেসব সিনেমা মুক্তি দেওয়া হয়নি, সেগুলোরও এখন মুক্তি দেওয়া উচিত।”
অন্যদিকে, নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, তিনি শিগগিরই ‘অমীমাংসিত’ আবার সেন্সরে জমা দেবার পরিকল্পনা করছেন এবং আশা করছেন যে, সবকিছু দ্রুত সমাধান হবে। ‘অমীমাংসিত’ ফিল্মটি একজন সাংবাদিক দম্পতিকে কেন্দ্র করে নির্মিত, যেটি আগের সরকার এবং সেন্সর বোর্ডের কারণে আটকে ছিল।