অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন, যেখানে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে নিজের উপস্থিতি জানান দেন। উৎসবে তাঁর কাটানো মুহূর্তগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্তদের সাথে ভাগাভাগি করেছেন।
বর্তমানে ভাবনা বড় পর্দার কাজের পাশাপাশি লেখালেখি ও চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন। তিনি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিবাদ জানাতে শহিদ আবু সাঈদের একটি চিত্র আঁকেন। নিজের প্রতিবাদের ভাষা হিসেবে চিত্রকর্মকে বেছে নিয়েছেন বলে জানান তিনি। তাঁর প্রথম কবিতার বই ‘রাস্তার ধারে গাছটার কোনো ধর্ম ছিল না’ও একই উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশিত হয়েছে।
এছাড়া, ভাবনা মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের ‘জেনুবিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ব্রিটিশ চায়নিজ প্রযোজক কিয়াও লি। তিনি ‘আলতাবানু জোছনা দেখেনি’ ও আরও দুটি সিনেমায় অভিনয়ের চুক্তি করেছেন। ‘যাপিত জীবন’ সিনেমার মুক্তির অপেক্ষা রয়েছে এবং রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’ সিনেমার শুটিংও করেছেন।