৭০০ জয়ে অন্য উচ্চতায় রোনালদো

৭০০ জয়ে অন্য উচ্চতায় রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭

ক্যারিয়ারের ৭০০তম জয় পেলেন রোনালদো

পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার রেকর্ডের কমতি নেই। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসর ২-১ গোলে হারিয়েছে আল রায়েদকে। এই জয়ে নিজের ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয়ের স্বাদ পেলেন সিআর সেভেন। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭০০তম জয় পেয়ে ইতিহাস গড়লেন রোনালদো।

আল নাসরের হয়ে যোগদানের পর থেকেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনালদো। ক্লাবের হয়ে ৯৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদো। এই ম্যাচেও গোল পেয়েছেন তিনি। তার গোলেই আল রায়েদকে হারিয়েছে রোনালদোর গোল। ক্লাবের হয়ে এটি রোনালদোর ৮৫তম গোল। রোনালদোর পেশাদার ক্যারিয়ারে এটি ৯২১ তম গোল।

তবে রোনালদো কাল রেকর্ড গড়েছেন ম্যাচ জয়ের কারণে। নিজের ক্লাব ক্যারিয়ারে ৭০০তম জয় পেয়েছেন সিআর সেভেন। ক্লাব ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড় ৭০০তম জয়ের দেখা পেলেন।

নিজের প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ১৩ ম্যাচে জয় পেয়েছিলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর জয় ছিল ২১৪ ম্যাচে। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১৬টি জয় পেয়েছেন রোনালদো। রিয়াল ছেড়ে জুভেন্টাসে এসে রোনালদো পেয়েছেন ৯১ জয়। সৌদিতে আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৬৬ম্যাচে জয় পেয়েছেন রোনালদো।

সারাবাংলা/এফএম

৭০০ জয়
আল-নাসর
ক্রিশ্চিয়ানো রোনালদো
সৌদি প্রো লিগ

OR

Scroll to Top