স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৯:৩২
দীর্ঘ প্রায় ১১ বছর পর ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন নেতৃত্ব পেল। দীর্ঘদিন পর অবশেষে পদ ছাড়লেন নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। ১১ বছর ধরে কোয়াবের সভাপতির পদে ছিলেন নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদকের পদে ছিলেন দেবব্রত।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রকাশ্যে নেই। এর মধ্যে সংগঠনকে গতি দিতে কয়েক দফা বৈঠক করেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
আজ মিরপুরে বিসিবির একাডেমিক ভবনে বৈঠকে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে সাবেক অধিনায়ক আকরাম খান জানান, নাঈমুর রহমান ও দেবব্রত পাল কোয়ারের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
আজ বৈঠকে সাবেক ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর, সানোয়ার হোসেনের মতো সাবেক তারকারা। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, নাঈম হাসান, জিয়াউর রহমানরা।
বৈঠকে সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদের নেতৃত্বে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক হওয়া সাধারণ সম্পাদক দেবব্রত।
এছাড়া ৮ বিভাগের ৮জন অধিনায়কও আছেন আহ্বায়ক কমিটিতে। তারা হলেন- আরাফাত সানি (ঢাকা), ইরফান শুক্কুর (চট্টগ্রাম), নাজমুল হোসেন শান্ত (রাজশাহী), নুরুল হাসান সোহান (খুলনা), মোসাদ্দেক হোসেন (ময়মনসিংহ), জাকির হাসান (সিলেট), কামরুল ইসলাম (বরিশাল) ও নাঈম ইসলাম (রংপুর)। তবে অধিনায়কদের এই তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কমিটির আহ্বায়ক সেলিম শাহেদ। আহ্বায়ক কমিটির কাজ কী হবে, এমন প্রশ্নে সেলিম শাহেদ বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হবে। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। আমরা সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করার চেষ্টা করব। কারা ভোটার, এটারও কিন্তু কোনো গাইডলাইন নেই। এটা করতে ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।’
সারাবাংলা/এসএইচএস