১০০০ বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস

১০০০ বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫ ০৯:২৪

আইপিএলে কোহলির নতুন রেকর্ড

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার রেকর্ড আগে থেকেই তার দখলে। গত রাতে বিরাট কোহলি ছুঁলেন আরেকটি অনন্য মাইলফলক। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ বাউন্ডারি হাঁকানোর কীর্তি গড়েছেন বেঙ্গালুরুর হয়ে খেলা কোহলি।

দীর্ঘ ১৭ বছরের আইপিএল ক্যারিয়ারে গত রাতের আগ পর্যন্ত কোহলির বাউন্ডারি সংখ্যা ছিল ৯৯৮। এর মধ্যে চার ছিল ৭২০টি, ছক্কা ২৭৮টি। দিল্লির বিপক্ষে মাঠে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাউন্ডারি হাঁকান কোহলি। এরপর ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরেই ছুঁয়ে ফেলেন হাজার বাউন্ডারির রেকর্ড। শেষ পর্যন্ত কোহলি প্যাভিলিয়নে ফিরেছেন ১৪ বলে ২২ রানে।

সর্বোচ্চ বাউন্ডারির এই রেকর্ডে কোহলির পরেই আছেন শিখর ধাওয়ান। ৭৬৮টি চার ও ১৫২টি ছক্কায় তার মোট বাউন্ডারি সংখ্যা ৯২০টি। ধাওয়ান অবশ্য অনেক আগেই আইপিএলকে বিদায় জানিয়েছেন। ৬৬৩টি চার ও ২৩৬টি ছক্কায় ৮৯৯ বাউন্ডারি নিয়ে তৃতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার। এবারের আসরে তিনি দল পাননি।

৬০৩টি চার ও ২৮২ ছক্কায় ৮৮৫ বাউন্ডারি নিয়ে চতুর্থ স্থানে আছেন রোহিত শর্মা। ৪০৪টি চার ও ৩৫৭ ছক্কায় ৭৬১ বাউন্ডারি নিয়ে ৫ম স্থানে আছেন ক্রিস গেইল। গেইলও আইপিএলকে বিদায় বলেছেন বেশ কয়েক মৌসুম আগেই।

এবারের মৌসুমে এখন পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে ৫ ম্যাচে ৪৬.৫০ গড়ে ১৮৬ রান করেছেন কোহলি। এখন পরিন্ত ১৬টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। গত আসরে ৭৪১ রানে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি।

সারাবাংলা/এফএম

১০০০ বাউন্ডারি
আইপিএল ২০২৫
বিরাট কোহলি

OR

Scroll to Top