হাসপাতালে ভর্তি সৃজিত, চলছে পরীক্ষা নিরীক্ষা

হাসপাতালে ভর্তি সৃজিত, চলছে পরীক্ষা নিরীক্ষা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৭:১৩

শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়কে। শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরার সমস্যা ছিল তার। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সৃজিতের অনুরাগীরা। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে করা হচ্ছে নানা রকমের পরীক্ষানিরীক্ষা।

চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, এখন ভাল আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনও পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনও জানা যায়নি।

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবি মুক্তির পরে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন সৃজিতও। এক দিকে এই ছবির প্রচার, অন্য দিকে পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়েও তার ব্যস্ততা চলছে।

উল্লেখ্য, ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল হিসেবে ‘কিলবিল সোসাইটি’ নিয়ে প্রথম থেকেই সৃজিতের অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এই ছবিতে পরমব্রত ও কৌশানী ছাড়াও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেনও।

সৃজিতের পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র প্রযোজনা করছেন রানা সরকার। ২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। অবশেষে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এই বছর। নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে রয়েছেন দর্শনা বণিক, ইশা সাহাও।

সারাবাংলা/এজেডএস

সৃজিত মুখোপাধ্যায়

OR

Scroll to Top