স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২২:১৪ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০১:২৯
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ১ মে বাংলাদেশে পা রাখার কথা কিউইদের। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ মে।
মঙ্গলবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীর্ঘ এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, ৫ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম ম্যাচ।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ৭ ও ১০ মে। প্রথম ও দ্বিতীয় এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচ হবে আউটার মাঠে।
দুই চার দিনের ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৪ মে। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচটা শুরু হবে ২১ মে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল গত বছরের অক্টোবরে। কিন্তু তখন দেশের রাজনৈতিক পরিবেশের কারণে সফর স্থগিত করে নিউজিল্যান্ড ক্রিকেট। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এখন প্রায় ৭ মাস পর বাংলাদেশে আসছে কিউই তরুণরা।
সারাবাংলা/এসএইচএস