সাদি মহম্মদ: হারিয়ে যাওয়ার ১ বছর

সাদি মহম্মদ: হারিয়ে যাওয়ার ১ বছর

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৩ মার্চ ২০২৫ ১৬:৩৬

১৩ মার্চ বরেণ্য এই শিল্পীর ১ম মৃত্যুবার্ষিকী। ২০২৪-এর এই দিনে এক বুক অভিমান নিয়ে চিরতরে হারিয়ে গেছেন তিনি। সেদিন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছিলেন এই শিল্পী। জানা যায়, মৃত্যুর কিছু সময় আগেও তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছিলেন তিনি।

পরিচিত মহলে বিনয়ী ও অমায়িক এই মানুষটি অন্যকে দিতে দিতেই একসময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এরপর একদিন কাউকে না জানিয়ে গভীর অভিমানে হারিয়ে গেলেন ঘন অন্ধকারে…

সারাবাংলা/এএসজি

রবিরাগ
রবীন্দ্রসংগীত
রবীন্দ্রসংগীতশিল্পী
সাদি মহম্মদ

OR

Scroll to Top