শত রানের জুটির পরেও পাকিস্তানের ছন্দপতন

শত রানের জুটির পরেও পাকিস্তানের ছন্দপতন

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০

১০৪ রানের জুটি গড়েন রিজওয়ান-শাকিল

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৪১ রানের সাবধানী উদ্বোধনী জুটি ইমাম উল হক-বাবর আজমের।  কিন্তু ৬ রানের ব্যবধানেই প্যাভিলিয়নে দুই ওপেনার। অক্ষর প্যাটেলের দুর্দান্ত থ্রোতে রান আউট ইমাম, হার্দিক পান্ডিয়ার দারুণ এক বলে কভার ড্রাইভ করতে গয়ে আউট বাবর আজম। এরপর সেখান থেকে তৃতীয় উইকেটে শত রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিল।

টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানে দুই উইকেট হারানো দলকে পথ দেখিয়েছেন দুজন মিলে। যদিও দুজনের ধীরগতির ব্যাটিংয়ে পর্যাপ্ত রান ওঠেনি স্কোরবোর্ডে। ১৪৪ বলে দুজন মিলে তুলেছেন ১০৪ রান। যেখানে শাকিলের অবদান ৫৫, অধিনায়ক রিজওয়ান করেন ৪৭।

যদিও শতক পেরোনো জুটির পর রিজওয়ান জীবন পেয়েছেন হার্শিতের হাতে ক্যাচ দিয়ে, তবুও সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। অক্ষর প্যাটেলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার।

চতুর্থ ফিফটি ছোঁয়া শাকিলও জীবন পেয়েছেন অক্ষরের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে। তবে এই বাঁহাতি ব্যাটারও ইনিংস বেশি দূর টেনে নিতে পারেননি। হার্দিকের বলে পুল করে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন

৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১৬০/৪।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
বাবর আজম
ভারত-পাকিস্তান
রোহিত শর্মা

OR

Scroll to Top