লিড পেলেও শেষ বিকেলে ব্যাটিং ধস বাংলাদেশের

লিড পেলেও শেষ বিকেলে ব্যাটিং ধস বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:২১

৫৯ বলে ৪০ রান করে রান আউট হয়ে্ছেন মুশফিকুর রহিম। ছবি-শ্যামল নন্দী

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরু আর শেষের বাংলাদেশ দলকে আপনি মেলাতেই পারবেন না। দিনের শুরুতে সাদমান ইসলাম-এনামুল হক বিজয়ের দারুণ ১১৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিতই গড়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ সেশনের ব্যাটিং ধসে ৮৬ রানের বেশি তুলতে পারেননি মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা। ৬৪ রানের লিড পেলেও  উইকেট হারিয়েছে গোটা দিনে সাতটি। ৭ উইকেটে ২৯১ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ।

আজ ৩৩ ইনিংস পর টেস্টে সাদমান-বিজয়ের ওপেনিং জুটিতে শতরান তুলেছে বাংলাদেশের। চট্টগ্রামে ১১৮ রানের এই জুটি ভাঙে তিন বছর পর টেস্ট দলে ফেরা বিজয়ের বিদায়ে। মুজারাবানির বলে বিজয় ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন সাদমান। ব্রায়ান বেনেটের বলে এলবিডব্লিউ হওয়ার আগে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিকে নিয়ে গেছেন ক্যারিয়ার সেরা ১২০ পর্যন্ত।

সেঞ্চুরির পথে মুমিনুল হকের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৬ রান। এই জুটি ভাঙে মুমিনুলের বিদায়ে। চা-বিরতির আগে পরপর দুই বলে তার সাথে ফিরেছেন সাদমানও। চা বিরতির পর অধিনায়ক শান্ত এসে খেলতে থাকেন হাত খুলে, যদিও ২৩ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। লেগ স্পিনার মাসেকেসাকে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ওয়েলচের হাতে ক্যাচ দেন তিনি।

এই ব্যাটিং ধসের অন্যতম হাইলাইটস হয়ে রইল রান খরায় ভুগতে থাকা মুশফিকুর রহিমের আউটটা। সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি পেরোতে না পারা এই অভিজ্ঞ ব্যাটার আজ শুরু থেকেই ছিলেন ছন্দে। চারটি চারের সাথে মেরেছেন একটি ছক্কাও। ছিলেন ফিফটির পথেই। কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়লেন তিনি। মাসেকেসার বলে মিড উইকেটে ঠেলে  দ্রুত সিংগেল নিতে চান তিনি। অপর প্রান্তে যাওয়ার আগেই মাধেভেরের দারুণ এক থ্রোতে ভেঙে যায় স্টাম্প। ডাইভ করেও উইকেট বাঁচাতে পারেননি মুশফিক। ৫৯ বলে ৪০ রানে ফিরতে হয় তাকে।

এর আগে জাকের আলী অনিক ফিরতি ক্যাচ দিয়েছেন অভিষিক্ত লেগি মাসেকেসার হাতে। দিনের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন নাঈম হাসান। মাসেকেসার তৃতীয় শিকার তিনি।

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশ ক্রিকেট দল
ব্যাটিং ধস
মুশফিকুর রহিম

OR

Scroll to Top