স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১২:১১
প্রথম লেগে ৩-০ গোলের হারের পর সেমিতে উঠতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হতো রিয়াল মাদ্রিদকে। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ পর্যন্ত সেরকম কিছুই হয়নি। দ্বিতীয় লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের এমন বিদায়ের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ক্লাবে তার ভবিষ্যৎ অনিশ্চিত।
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন উঠেছে, রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তবে ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি থাকায় এখনই ক্লাব ছাড়ছেন না, এরকম আভাসই দিয়েছিলেন তিনি। অনেকের ধারণা, রিয়াল এই মৌসুমে কোনো শিরোপা না জিতলে নিজ থেকেই ক্লাব ছাড়বেন তিনি।
আর্সেনালের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর আনচেলত্তি স্বীকার করলেন, এমন বিদায়ের পর ক্লাবে তার ভবিষ্যৎ খানিকটা অনিশ্চিত, ‘ক্লাবে আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারছি না। ক্লাব পরিবর্তনের কথা ভাবতে পারে। হয়তো সেটা এই বছরে হতে পারে, পরের বছরেও হতে পারে। তবে তারা যে সিদ্ধান্তই নিক আমার কোনো সমস্যা নেই। যেদিনই ক্লাবকে বিদায় বলব, সেদিন সবাইকে ধন্যবাদ জানিয়েই যেতে চাই।’
দুই লেগেই আর্সেনালের কাছে পাত্তা পায়নি রিয়াল। আনচেলত্তি স্বীকার করলেন, আর্সেনাল তাদের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে, ‘আর্সেনাল আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। একটা মোমেন্টাম দরকার ছিল, সেটা পেনাল্টিটা পেলে আসতে পারত। গত বছরের মতো আমরা এবার দলীয়ভাবে ভালো পারফর্ম করতে পারিনি। সবাই নিজেদের সেরাটা দিলেও আসলে এমন কিছু হয়নি।’
সারাবাংলা/এফএম