মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির – DesheBideshe

মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির – DesheBideshe

মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির – DesheBideshe

ওয়াশিংটন, ০৩ মার্চ – লিওনেল মেসি ছিলেন না দলে, কিন্তু ইন্টার মায়ামির আক্রমণ যেন তার অভাব বুঝতেই দেয়নি। লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে রোববার (০২ মার্চ) রাতে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হিউস্টন ডায়নামোকে বিধ্বস্ত করল ‘হেরনস’রা। এক গোল করার পাশাপাশি আরও তিনটি গোলে সহায়তা করেন উরুগুইয়ান ফরোয়ার্ড।

মেসি না থাকলেও ম্যাচের শুরু থেকেই ইন্টার মায়ামি ছিল ভয়ঙ্কর। মাত্র ছয় মিনিটের মাথায় ভেনেজুয়েলার তরুণ তারকা তেলাসকো সেগোভিয়া গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৩৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তাদেও আলেন্দে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল করেন সেগোভিয়া, এবার গোলরক্ষকের সামনে বুদ্ধিদীপ্ত টোকায় বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুয়ারেজ। নিজের নামের পাশে গোল যোগ করে হিউস্টন ডায়নামোর বিপর্যয় আরও বাড়িয়ে দেন। শেষ মুহূর্তে নিকোলাস লোডেইরো একটি গোল ফিরিয়ে আনলেও তা শুধুই সান্ত্বনার।

ম্যাচের সেরা পারফর্মার
এখানে কে থাকবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই—লুইস সুয়ারেজ! তিনটি অ্যাসিস্ট করার পর নিজেও একবার গোল করেছেন। সেগোভিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, আলেন্দেও দারুণ ফিনিশিং করেছেন। তবে সুয়ারেজই ছিলেন পুরো ম্যাচের চালক। ৩৭ বছর বয়সেও তার অভিজ্ঞতা আর ফিনিশিং স্কিল ম্যাচটিকে একপেশে করে দেয়।

এই বিশাল জয়ের পর ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের লড়াইয়ে জামাইকান দল কাভালিয়ারের বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে দারুণ ফর্মে থাকা শার্লটের বিপক্ষে, যা হবে তাদের তৃতীয় এমএলএস ম্যাচ।

মেসির অনুপস্থিতিতে সুয়ারেজের দাপট দেখিয়ে দিল—এই ইন্টার মায়ামি কেবল একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়!

সূত্র: কালবেলা
আইএ/ ০৩ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির first appeared on DesheBideshe.

OR

Scroll to Top