স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৭ জানুয়ারি ২০২৫ ০২:২১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০২:২৩
খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে ঘরের মাঠে দারুণ এক জয়ে বিপিএল শুরু করেছে চিটাগং কিংস। টানা চার জয়ে উড়তে থাকা এই দলটার পেস অ্যাটাকের অন্যতম ভরসা খালেদ আহমেদ। গতকাল রাতে (বৃহস্পতিবার) খুলনার বিপক্ষে চার ওভার বল করে মাত্র ২৬ রানে নেন দুই উইকেট। কিন্তু কে জানতো, জয়ের আনন্দে ভেসে মাঠ ছাড়া খালেদের জন্য অপেক্ষা করছে একটা দুঃসংবাদ। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা।
আজ (শুক্রবার) রাত ১টা ৩৭ মিনিটে এক ফেসবুক পোস্টে সিলেট বিভাগের ক্রিকেটার খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে চিটাগং কিংস। সেই পোস্টেই খালেদের প্রতি সহমর্মিতা জানিয়ে সিলেট স্ট্রাইকার্স লিখেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে। আমরা মুরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

চিটাগং কিংসের শোকবার্তা
যদিও এর আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছিল এমন তথ্য। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দলের সঙ্গে চট্টগ্রামেই অবস্থান করছেন খালেদ। বিপিএলের এবারের আসরে ৫ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি।
সারাবাংলা/জেটি