স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৮
ভারতের আপত্তিতেই হাইব্রিড পদ্ধতি মানতে বাধ্য হয়েছেন তারা। আরেকটু হলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকের দায়িত্বটাও হারাতে বসেছিলেন পাকিস্তান। সেই ভারতের জাতীয় সংগীত যদি বেজে ওঠে লাহোরের স্টেডিয়ামে, তাহলে কেমন অনুভূতি হবে তাদের? ঠিক এমন কাণ্ডই ঘটেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের শুরুতে। ভুলে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় আইসিসির কাছে নালিশও জানিয়েছে পিসিবি।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের শুরুতে বাজানো হয়েছিল ইংল্যান্ডের জাতীয় সংগীত। পরে বাজার কথা অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। সেটা না হয়ে কিছুক্ষণের জন্য বেজে উঠেছিল ভারতের জাতীয় সংগীত! এতে উপস্থিত দর্শক, ধারাভাষ্যকারসহ অবাক হয়েছিলেন সবাই। মুহূর্তের মাঝেই অবশ্য ভুল শুধরে নেয় আয়োজকরা, বাজানো হয় অজিদের জাতীয় সংগীত।
কয়েক সেকেন্ডের জন্য ভারতের জাতীয় সংগীত বাজানো হলেও ব্যাপারটি হালকাভাবে নিচ্ছে না পিসিবি। ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর দায়িত্ব আইসিসির। ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে খেলতেই আসবে না, তাই জাতীয় সংগীতের রেকর্ডিংয়ের তালিকায় তাদের সংগীত রাখা নিয়ে আগেই আপত্তি তুলেছিল পাকিস্তান। সেটায় অবশ্য কান দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত ভুলে ভারতের জাতীয় সংগীত চালিয়ে বিপাকে পড়ল আইসিসিই।
পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে এই ইস্যুতে অভিযোগও জানিয়েছে। যদিও আইসিসির তরফ থেকে এই ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।
চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে আগেও একবার লোগো ইস্যুতে আইসিসির কাছে নালিশ জানিয়েছিল পাকিস্তান। আয়োজক দেশ হিসেবে সম্প্রচার লোগোতে ‘পাকিস্তান’ নামটি থাকার কথা। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারে লোগোতে ‘পাকিস্তান’ নাম ছিল না। অথচ টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে সম্প্রচারে লোগোতে পাকিস্তান নামটা ঠিকই থাকছে।
সারাবাংলা/এফএম