বিশ্বকাপে কোয়ালিফাই করায় নারী দলকে বিসিবি সভাপতির অভিনন্দন – DesheBideshe

বিশ্বকাপে কোয়ালিফাই করায় নারী দলকে বিসিবি সভাপতির অভিনন্দন – DesheBideshe


বিশ্বকাপে কোয়ালিফাই করায় নারী দলকে বিসিবি সভাপতির অভিনন্দন – DesheBideshe

ঢাকা, ২০ এপ্রিল – আরেকটু হেরফের হলেই নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হারাতে পারতো বাংলাদেশ। তার জন্য যথেষ্ঠ হতো মাত্র ১ বলের সমীকরণ। তবে শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল।

গতকাল শনিবার পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় জটিল হয়ে পড়েছিল সমীকরণ। বিশ্বকাপে যেতে এরপর নিগার সুলতানা জ্যোতিদের তাকিয়ে থাকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড ম্যাচের দিকে।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসাব ছিল, সেটি মেলাতে পারেনি। ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ।

অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করায় নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ জায়গা নিশ্চিত করায় আমাদের দলকে অভিনন্দন জানাই। পাশাপাশি কোচিং স্টাফ এবং দল পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, যারা নীরবে কঠোর পরিশ্রম করে গেছেন।’

বিশ্বকাপে ভালো করার জন্য দরকার দৃঢ় প্রতিজ্ঞা ও জয়ের মানসিকতা, সঙ্গে প্রস্তুতিও। বিষয়গুলো জ্যোতিদের স্মরণ করিয়ে দিয়েছেন ফারুক আহমেদ। প্রয়োজনীয় সহায়তা ও নারী ক্রিকেটারদের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি।

ফারুক আহমেদ বলেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি খেলোয়াড়দের প্রস্তুতির প্রতি মনোযোগী ও দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানাচ্ছি। বিসিবি আপনাদের পাশে রয়েছে এবং আপনারা যেন সেরা অবস্থায় টুর্নামেন্টে অংশ নিতে পারেন, সে জন্য সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আমরা আপনাদের প্রতিভা ও সামর্থ্যে বিশ্বাস করি এবং নিশ্চিত যে আপনারা বিশ্বমঞ্চে জাতিকে গর্বিত করবেন।’

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে নারী বিশ্বকাপের ১৩তম সংস্করণ। ২৯ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৮ দলের অংশগ্রহণে হওয়া এ টুর্নামেন্টের।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২০ এপ্রিল ২০২৫



OR

Scroll to Top