বিপ্লব আদিত্যের একক আবৃত্তি সন্ধ্যা

বিপ্লব আদিত্যের একক আবৃত্তি সন্ধ্যা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৮:২৬

অনুষ্ঠিত হল আবৃত্তিশিল্পী বিপ্লব আদিত্যের একক আবৃত্তি সন্ধ্যা। ‘প্রেম ও দ্রোহ’ শিরোনামের সন্ধ্যাটির আয়োজক ছিল ‘তারুণ্যের স্বর’। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

প্রেম ও দ্রোহ বিষয়ক কবিতা, চিঠি পাঠ এবং গান মিলিয়ে সর্বমোট ২০টি পরিবেশনা পরিবেশিত হয়। এটি বিপ্লব আদিত্যের দ্বিতীয় একক আবৃত্তি সন্ধ্যা। তার প্রথম একক আবৃত্তি সন্ধ্যা ‘তারুণ্য’ গেল বছরের ৯ মার্চ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী ও কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিকশিল্পী জিন্নাত আরা ইফা, ‘সাঁতাও’ চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে স্মৃতিস্মারক প্রদান করা হয় সাইফুল্লাহ্ সাইফ, উপমা তিথী, রুমন রায়হান, আনওয়ার তৌহিদ, খন্দকার সুমন, নুরুল শিপার খান, নুশরাত জাহান ও পৌষালী সরকারকে। বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় রেঈনা নূরকে। শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয় মোস্তাফিজুর রহমান ও জামিরুল হক সাজ্জাদকে।

সারাবাংলা/এজেডএস

একক আবৃত্তি সন্ধ্যা
বিপ্লব আদিত্য

OR

Scroll to Top