বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় চালু হলো কিডনি প্রতিস্থাপন সেবা

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় চালু হলো কিডনি প্রতিস্থাপন সেবা

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : স্বল্প খরচে প্রযুক্তি ভিত্তিক আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সোমবার থেকে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন সেবা। সোমবার সকালে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এর আগে সুপার স্পেশালইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই।

এই কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউ’ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, প্রতিস্থাপন কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, রেনাল ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, উপাচার্যের ব্যক্তিগত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লব, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুপার স্পেশালইজড হাসপাতালে ৩২তম কিডনি প্রতিস্থাপনে দাতা ছিলেন নোয়াখালী জেলার বাসিন্দা ৫০ বছরের কোহিনুর বেগম। কিডনি গ্রহীতা হলেন ঢাকা জেলার ৪৮ বছর বয়সী সাহারা বেগম। কোহিনুর বেগম হলেন সাহারা বেগমের ফুফু। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লক্ষ টাকা।
ঢাকাপ্রতিদিন/এআর

OR

Scroll to Top