স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ০৯:৩৫
এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে এক হালি গোল হজম করে লজ্জার পরাজয় বরণ করে নিয়েছিলেন তারা। আজ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবার বার্সার সাথে দেখা হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। ফাইনালের আগে রিয়াল মিডফিল্ডার ফেদ্রিকো ভালভার্দে বলছেন, এবারের ক্লাসিকোতে তিনি মাঠে নামবেন আগের ম্যাচে হারের প্রতিশোধ নিতে।
সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। ৪টি গোলই রিয়াল হজম করেছে দ্বিতীয়ার্ধে। সেই হারের পর রিয়ালের পারফরম্যান্স নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। তবে মাঝের আড়াই মাসে পরিস্থিতি একেবারেই বদলে গেছে। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত বার্সা, নেমে গেছে পয়েন্ট তালিকার তিনে। অন্যদিকে দুর্দান্ত ফুটবল খেলে লা লিগার শীর্ষে আছে রিয়াল।
ভালভার্দে বলছেন, আগের ম্যাচের বড় হারের শোধ নিতেই জেদ্দার ফাইনালে মাঠে নামবেন তিনি, ‘৪ গোলের হারের পর প্রতিশোধ নেওয়ার তীব্র ইচ্ছা আছে আমাদের। সেদিন ঘুমাতে পারিনি আমরা। ওভাবে আসলে হারার কথা ছিল না। প্রথমার্ধে আমরা গোলের সুযোগ নষ্ট করেছি। দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে, আমরা কিছুই করতে পারিনি। তবে ওই হারই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।’
কিছুদিন আগেই মেক্সিকোর ক্লাব পাচুকাকে হারিয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল রিয়াল। সুপার কাপের শিরোপা দলের সবাইকে মৌসুমের বাকি সময়ের জন্য উজ্জীবিত করবে বলেই বিশ্বাস ভালভার্দের, ‘এই ফাইনালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বছরের প্রথম ফাইনাল। মৌসুমে কঠিন কয়েক মাসের পর আমরা এখন ভালো করছি। এই ফাইনাল জিতে আমাদের আত্মবিশ্বাস অর্জনের ভালো সুযোগ আছে। এই ট্রফি জিতলে মৌসুমের বাকি সময়ে আমরা বাড়তি আত্মবিশ্বাস পাব। মৌসুমের কঠিন অংশটা সামনেই আসছে।’
আজ বাংলাদেশ সময় রাত ১টায় জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল-বার্সা।
সারাবাংলা/এফএম
ফেদেরিখো ভালভার্দে
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
সুপার কাপ ফাইনাল