ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় অতিথি ছেলে হাবিব

ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় অতিথি ছেলে হাবিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২০:০০

বাবা ফেরদৌস ওয়াহিদ দেশের সংগীত জগতে এক অনন্য নাম। ছেলে হাবিব ওয়াহিদ তো এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। দুজন একসঙ্গে বেশ কিছু গান করেছেন। তবে তাদের দুজনকে এবার একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে। যেখানে বাবা ফেরদৌস ওয়াহিদ থাকছেন উপস্থাপক হিসেবে এবং ছেলে হাবিব ওয়াহিদ অতিথি হিসেবে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেরদৌস ওয়াহিদ উপস্থাপক হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) চ্যানেল আইয়ের জন্য ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামের অনুষ্ঠানটির তিনটি পর্বের স্টুডিও অংশের শুটিং হয়েছে। এর একটি পর্বে ছেলে হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

প্রথমবারের মতো উপস্থাপনায়, কেমন অভিজ্ঞতা হলো তার? এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, ‘অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। সংগীতশিল্পী হাবিবের সাক্ষাৎকার নিয়েছি। আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সে তার মতো করে উত্তর দিয়েছে। অতিথিদের প্রত্যেকে দেখলাম ভীষণ উপভোগ করেছে। তখনই বুঝতে পেরেছি, আমি কিছু না কিছু ভালো করতে পেরেছি।’

এই অনুষ্ঠানে মূলত অভিজ্ঞতা, ভালো–মন্দ, সুখ-দুঃখ নিয়ে কথা বলবেন শিল্পীরা। মোটকথা একজন শিল্পীর সার্বিক ভাবনা উঠে আসবে এখানে। আলোচনার ফাঁকে ফাঁকে শিল্পীরা গান গাইবেন।

বলা প্রয়োজন, উপস্থাপনার পাশাপাশি ‘চেনা মুখ দুঃখ সুখ’-এর পরিকল্পনাও করেছেন ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন পুনম প্রিয়ম।

১৬ পর্বের এই অনুষ্ঠানটি ৩০ এপ্রিল থেকে চ্যানেল আই-এ সম্প্রচার শুরু হবে।

সারাবাংলা/এজেডএস

উপস্থাপনা
চেনা মুখ দুঃখ সুখ
ফেরদৌস ওয়াহিদ
হাবিব ওয়াহিদ

OR

Scroll to Top