স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯
প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ ছিল চিটাগং কিংসের সামনে। কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে হারায় সেই সুযোগ হাতছাড়া করে বসেন মোহাম্মদ মিঠুনরা। অবশ্য এলিমিনেটর জিতে আসা খুলনা টাইগার্সকে শেষ বলের হারিয়ে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে চিটাগং। রুদ্ধশ্বাস সেই জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়েছে তাদের। ফাইনালে তাদের প্রতিপক্ষ হয়ে আসা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের বিপক্ষে জাদুকরী কিছু করারই বিশ্বাস রাখছেন শন টেইটরা।
আগামীকাল (শুক্রবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় ৬টায় শুরু হবে ফাইনাল। তাই ফাইনালের আগের দিন কোনো অনুশীলন রাখেনি চিটাগং। সংবাদ সম্মেলনটাও করেছে তাদের বনানীতে তাদের টিম হোটেলে। আজ (বৃহস্পতিবার) শেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে কোচ শন টেইট জানালেন, আগের ম্যাচের জয়ের রেশটা তারা ধরে রাখতে চান ফাইনালেও।
সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার বলেন, ‘দারুণ একটি ম্যাচ জিতেছি। আপনি যদি স্কোয়াডের ওপর বিশ্বাস তৈরি করতে পারেন, ম্যাজিক হতেই পারে। আমরা প্রায় একই দল নিয়ে খেলেছি পুরো আসর। খুব বেশি পরিবর্তন হয়নি। ভালো কাজগুলো ধরে রেখেছি। কিছুটা ভাগ্যও পক্ষে আসতে হয়। যা আমরা পেয়েছি। টুর্নামেন্টজুড়ে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। তাই ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য।’
টুর্নামেন্টের শুরু থেকেই বেশ গোছানো ক্রিকেট খেলে আসছে বরিশাল। স্থানীয় আর বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছিলেন তামিম ইকবালরা। এই চিটাগংকে হারিয়েই টানা দ্বিতীয়বার উঠেছে বিপিএলের ফাইনালে। শক্তিমত্তায় এগিয়ে থাকা বরিশালের বিপক্ষে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চিটাগং। এ নিয়ে বরিশালের প্রশংসাও করলেন টেইট, ‘বরিশাল অবশ্যই খুব ভালো দল। উঁচু মানের ক্রিকেটার আছে। তবে আমি তাদের নিয়ে কথা বলতে চাই না। নিজেদের দিকেই সব মনোযোগ রাখতে চাই।’
ফাইনালের আগে কতটা আত্মবিশ্বাসী চিটাগং কিংস? এমন প্রশ্নের জবাবে টেইট বললেন দুই দলের সমান সুযোগ আছে ম্যাচ জেতার, ‘আমরা অবশ্যই আত্মবিশ্বাসী। তবে অতি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছি না। দেখুন আপনাকে আত্মবিশ্বাসী হতেই হবে। ফাইনালে দুই দলের জন্যই সমান-সমান। দারুণ একটি ম্যাচ জিতে এসেছি আমরা। দলের মধ্যে তাই বিশ্বাস আছে। মানুষ হয়তো বলবে বরিশাল ফেবারিট। সমস্যা নেই। এটা তো বদলানো যাবে না। তবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। আমি নিশ্চিত, আমরা জিতলেও মানুষ অবাক হবে না। আমরাও ভালো দল।’
সারাবাংলা/জেটি