প্লেব্যাক করলেন মোশাররফ করিম

প্লেব্যাক করলেন মোশাররফ করিম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:১৩

মোশাররফ করিম

অভিনেতা মোশাররফ করিম বিভিন্ন আড্ডায় গান গেয়ে থাকেন। তবে পেশাদার শিল্পী হিসেবে কখন গান রেকর্ড করেননি। অনেক পরিচালক-প্রযোজকের অনুরোধ থাকলেও শুনেননি তিনি। তবে তিনি শেষ পর্যন্ত প্লেব্যাক করলেন। তার অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমায় ব্যবহৃত হবে গানটি। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন।গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি প্রকাশ হয়েছে এটি।

জানা যায়, অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন। এ বিষয়ে ফজলুল কবীর তুহিন গণমাধ্যমকে বলেন, “আমরা প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি।”

উল্লেখ্য, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমাটির নাম। কেন্দ্রীয় দু’টি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র।

সারাবাংলা/এজেডএস

বিলডাকিনি
মোশাররফ করিম

OR

Scroll to Top