‘প্রিয়তমা’র বক্স অফিস রেকর্ড ভাঙলো ‘বরবাদ’

‘প্রিয়তমা’র বক্স অফিস রেকর্ড ভাঙলো ‘বরবাদ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৮:০৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৯:২৬

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের কোরবানীর ঈদে। প্রযোজক আরশাদ আদনান মুক্তির এক মাস পরে জানিয়েছিলেন, ২৭ কোটি টাকার বেশি টিকেট বিক্রি হয়েছে ছবিটির। তবে মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে সে রেকর্ড ভাঙার দাবি করেছে শাকিব খানের আরেক ছবি ‘বরবাদ’।

শাকিবের খানের ফেসবুক পেইজ ও প্রযোজনা সংস্থা সংশ্লিষ্টের পোস্ট থেকে জানা গেছে, ‘বরবাদ’-এর প্রথম সপ্তাহে বক্স অফিসে আয় ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এটি গ্রস আয়, নেট আয় নয়। অর্থাৎ এ আয় থেকে সিনেমা হল মালিকের অংশ, সরকারি বিভিন্ন কর বাদ দেওয়ার পর প্রযোজক বা পরিবেশকের কাছে যেটি যাবে সেটিই হবে ছবির নেট বা মূল আয়।

এ আয়ের খবর প্রকাশের পর ঢালিউডের বক্স অফিসের খোঁজ খবর রাখা ব্যক্তিরা ধারণা করছেন ‘বরবাদ’-এর মাস শেষে বক্স অফিসে আয় ৪০-৫০ কোটি টাকা পার হবে।

রিয়েল এনার্জি প্রডাকশন প্রযোজিত ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

সারাবাংলা/এজেডএস

প্রিয়তমা
বক্স অফিস
বরবাদ
শাকিব খান

OR

Scroll to Top