ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সারছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ঘাম ঝরানো অনুশীলনের পর গতকাল তারা প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশিত ফল পেয়েছে।
স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দাপুটে পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে স্কটল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান করে। জবাবে ৪১.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে জয় বরাবরই বাড়তি পাওয়া। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারেন সেটাই বড় বিষয়। ব্যাট-বলের যে পারফরম্যান্স তাতে ভালো কিছু হয়েছে নিঃসন্দেহে বলা যায়।
বোলিংয়ে দলের সেরা ছিলেন রিতু মনি। ২২ রানে ২ উইকেট নেন তিনি। মারুফা আক্তার সমান রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন সোবহানা মোস্তারি। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া, ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ ও ইসমা তানজিম ২৬ রান করেন।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু, পারেনি। তাই খেলতে হচ্ছে বাছাই পর্ব।
পাকিস্তানে ছয় দল নিয়ে বাছাই শুরু হবে আগামী বুধবার। ছয় দলের বাছাইয়ে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে আট দলের বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে।
ঢাকাপ্রতিদিন/এআর