পুনর্মিলনীর জন্য বদলে গেল ঘরোয়া ফুটবলের সূচি

পুনর্মিলনীর জন্য বদলে গেল ঘরোয়া ফুটবলের সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৯

বদলেছে আবাহনী-মোহামেডানের প্রিমিয়ার লিগের ম্যাচের সূচি

কয়েকটি ভেন্যু মিলিয়ে চলছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো। এর মধ্যে অন্যতম কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। কিন্তু এই মাঠে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনীর জন্য বাফুফফে বদল আনতে হয়েছে প্রিমিয়ার লিগের তিন ম্যাচের সূচিতে।

কুমিল্লার এই ভেন্যুতে পুনর্মলিনী আয়োজনের জন্য গত ৩১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে অনুমতি নেয় ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। কাজেই আগামী শুক্রবার রহমতগঞ্জের বিপক্ষে কুমিল্লার পরিবর্তে ম্যাচ খেলবে মুন্সিগঞ্জে। একদিন পর অনুষ্ঠেয় ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনীর ম্যাচের ভেন্যু বদলেছে ময়মনসিংহে। সপ্তম রাউন্ডে বাংলাদেশ পুলিশ-ফর্টিস এফসির ম্যাচও এগিয়ে আনা হয়েছে ১০ জানুয়ারিতে।

ছয় রাউন্ড শেষে টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রহমতগঞ্জ। তিনে ঢাকা আবাহনী, চারে ব্রাদার্স ইউনিয়ন।

সারাবাংলা/জেটি

বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

OR

Scroll to Top