নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ফিফার প্রতি কৃতজ্ঞতা বাফুফের

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ফিফার প্রতি কৃতজ্ঞতা বাফুফের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২৩:০৫

২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা আজ (শুক্রবার) তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিফার চিঠি পেয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ বছর পর নিষেধাজ্ঞা তুলে নেয়াতে ফিফার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাফুফে। ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বাফুফে লিখেছে, “বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য।

ফিফা আমাদের বিশ্বস্ত অংশীদার এবং স্বচ্ছ পরিচালনার নেতৃত্বদানকারী। আমরা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আমরা নতুন বাংলাদেশের সংস্কার, সমতা ও স্বচ্ছতার পথে অটুট। আজ থেকে বাংলাদেশ, ফিফার ২১০টি সদস্য দেশের সঙ্গে গর্বের সাথে এগিয়ে চলবে।”

মূলত ফিফার দেয়া আর্থিক অনুদান হতে প্রাপ্ত অর্থ ব্যয়ে স্বচ্ছতা না থাকাতেই বাফুফের ওপর সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে। অর্থপ্রাপ্তি একেবারে বন্ধ না হলেও তা আসতো অনেক দেরিতে। বাফুফের দেয়া তথ্যমতে, ২০১৮ সাল থেকে ফিফার দেয়া তহবিল থেকে অর্থ ব্যয়ের খাতে অস্বচ্ছতার তালিকায় ছিল। সেই দায়ে ২০২৩ সালে নিষিদ্ধও হন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকা এসেছিল বাফুফের অর্থায়ন সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখতে। প্রতিনিধি দল ঘুরে যাওয়ার পর বাফুফে আশা করছিল, মার্চের মাঝামাঝিতে হয়তো ফিফা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রত্যাশিত সময়ের আগেই সুসংবাদ পেল ফেডারেশন। এতে করে কেটে গেল আর্থিক তহবিল পাওয়ার জটিলতা,  যার ফলে ফিফার অনুদান আসবে নিয়মিত কিস্তিতে।

সারাবাংলা/জেটি

তাবিথ আউয়াল
ফিফা
বাফুফে

OR

Scroll to Top