পটুয়াখালী দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োোজনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর করার লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম সরোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, ডাঃ এইচ এম আলভি, শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী সহ স্বস্থ্যকর্মী গন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন- আগামী ২৪ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়ন রত শিক্ষার্থী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের এ টিকা দেয়া হবে। তবে টিকা গ্রহন করী সকল শিক্ষর্থী বা কিশোরীদের জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং ঐ কার্ড নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে রেজিষ্ট্রেশনের বিষয় জোর অনুরোধ করা হয়