ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলা ‘নিষেধ’

ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলা ‘নিষেধ’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মকর্তা-কর্মচারীকে গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন।

গত মঙ্গলবার (৪ জুন) ঢামেক পরিচালক এ সংক্রান্ত একটি নোটিশ দেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবারে (৮ জুন)।

নোটিশে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনও নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন বিষয়টি তারা বলতে পারছেন না। এর জবাব তিনিই ভালো দিতে পারবেন।

উল্লেখ্য, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিক্যাল থেকে দুটি নবজাতক শিশু চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি নন হাসপাতালের পরিচালক।

The post ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলা ‘নিষেধ’ appeared first on Dhaka Protidin.

OR

Scroll to Top