ডর্টমুন্ডের কাছে হেরেও ৬ বছর পর সেমিতে বার্সা

ডর্টমুন্ডের কাছে হেরেও ৬ বছর পর সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫ ০৫:১০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৯:১৮

২০১৯ সালের পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সা

২০২৫ সালের ৪ মাস পেরিয়ে গেলেও হারের মুখ দেখতে হয়নি তাদের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সেমিতে এক পা আগেই দিয়ে রেখেছিল বার্সেলোনা। তবে ডর্টমুন্ডের মাঠে সেই বার্সাকে খুঁজেই পাওয়া যায়নি। জার্মান ক্লাবটির কাছে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে ৬ বছর পর টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা।

এই বছরে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত ছিল হ্যান্সি ফ্লিকের দল। সিগনাল ইদুনা পার্কে ৪ গোলে এগিয়ে থেকেই মাঠে নেমেছিলেন ইয়ামালরা। তবে এই ম্যাচে নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না কাতালানরা। ছন্নছাড়া ফুটবল খেলা বার্সা গোল হজম করে মাত্র ১১ মিনিটের মাথায়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডর্টমুন্ডের সেরহু গুইরাসি।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। তবে সেটা কাজে লাগাতে না পারায় ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির ঠিক পরপর গুইরাসির গোলে লিড দ্বিগুণ করে ব্যবধান আরও কমিয়ে আনেন গুইরাসি। বার্সা শিবিরে তখন কিছুটা হলেও অস্বস্তি জেগেছে।

সেই অস্বস্তি কাটে ৫৪ মিনিটে। আত্মঘাতী গোলে বার্সাকে আবার ৩ গোলের লিড এনে দেন বেনসেবায়নি। সেই স্বস্তি আবার থমকে যায় ৭৬ মিনিটে। রক্ষণভাগের ভুলে বল পেয়ে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূরণ করেন গুইরাসি।

অতিরিক্ত সময়ে ম্যাচ নিতে হলে আরও দুই গোল দরকার ছিল ডর্টমুন্ডের। শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতেই সেমিতে চলে যায় বার্সা।

২০২৫ সালে এই প্রথমবারের হারের স্বাদ পেল বার্সেলোনা। এই হারের পরেও ২০১৯ সালের পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল কাতালানরা। সেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান অথবা বায়ার্ন মিউনিখ।

রাতের অন্য কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় পেয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে সেমিতে পৌঁছে গেছে পিএসজি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ
বরুশিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা

OR

Scroll to Top