টানা ৪র্থ শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়তে প্রস্তুত আইকনিক আইডিয়ালজ

টানা ৪র্থ শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়তে প্রস্তুত আইকনিক আইডিয়ালজ

আইকনিক আইডিয়ালজ, ব্যাচমেটস ০৩/০৫ ক্রিকেট ব্লাস্টের অবিসংবাদিত চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের ৪র্থ মৌসুমে তাদের টানা ৪র্থ শিরোপা ঘরে তুলতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

টুর্নামেন্টের ইতিহাসে আইকনিক আইডিয়ালজ তাদের স্বর্ণালী নাম খোদাই করে গত ৩ মৌসুমে রোমাঞ্চকর পারফরমেন্সের মাধ্যমে বিজয় নিশ্চিত করেছে। ২০২০ এর প্রথম রোমাঞ্চকর ফাইনালে মাত্র ২ রানের জয় পেয়েছিল আইকনিক আইডিয়ালজ। শেষের ওভারগুলিতে দলের সুশৃঙ্খল বোলিং এবং দৃঢ় মনোবলে টীম স্পার্টান এর বিপক্ষে তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়। ২০২১ সালের ২য় আসরে আইকনিক আইডিয়ালজ তাদের আধিপত্য এবং উজ্জ্বল ব্যাটিং প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে ১০৫ রানের টার্গেট ছুঁড়ে দেয়। পক্ষান্তরে, অপ্রতিরোধ্য বোলিং ইউনিটের বিধ্বংসী স্পেলে ২য় ইনিংসের প্রায় অর্ধেক বাকি থাকতে চাঁদপুর ব্লিজার্সের বিপক্ষে ৩০ রানের সহজ জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার বিজয়ীর মুকুট পরিধান করে টিম আইডিয়ালজ।

ব্যাচমেটস ০৩/০৫ ক্রিকেট ব্লাস্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত হয় ২০২২ সালের তৃতীয় আসরে, যা আগের দুই আসরের রোমাঞ্চকেও ছাড়িয়ে যায়। দুই দলের নিয়মিত ইনিংস অমীমাংসিত ভাবে শেষ হওয়ার পর আইকনিক আইডিয়ালজ তাদের হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয় সুপার ওভারে। বিগত ২ আসরে আইকনিকের পক্ষে খেলা এবং প্রতিপক্ষের একমাত্র ভরসা ইকবাল হোসেনের ছয় বলে ছয়টি সুবিশাল ছয়ের মারে আইকনিক আইডিয়ালজ এক অবিস্মরণীয় এবং মনোমুগ্ধকর জয় পায় এনামের হাত ধরে। ৩ আসরের সর্বশ্রেষ্ঠ ইকোনমি বোলার কাজল বিপক্ষদলকে ১২ রানে গুটিয়ে দিলে, ২৫ রানে এ আসরের রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয় কুমিল্লা উইনাইটেড ভিক্টোরিয়ান্স-কে।

টানা চতুর্থ শিরোপার দিকে নজর রেখে, আইকনিক আইডিয়ালজ, প্রথম দল হিসেবে যেকোনো টুর্নামেন্টের ইতিহাসে পরপর চারবার চ্যাম্পিয়নশিপ অর্জন করে একটি মানদন্ড দাঁড় করানোর লক্ষ্যে অগ্রসরমান।

ক্যাপ্টেন অমি আহমেদ বলেন, “আমাদের মনোযোগ সব সময় নিজেদের একাগ্রতা, বিপক্ষ দলের প্রতি অসহিংসতা এবং খেলার প্রতি আবেগ নিয়ে ছিল। শুধু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয় বরং নিয়মিত খেলার প্রতি সবাইকে অনুপ্রাণিত করার জন্য আমরা আবারও মাঠে নামতে পেরে রোমাঞ্চিত।”আগামী ১৩ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলোয়াড়, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী এবং সকল শ্রেণী-পেশার বন্ধুদের সগৌরব উপস্থিতি কামনা করে গত ৭ ডিসেম্বর ক্যাফে বনানীতে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয় দলটির এ আসরের উদ্বোধন, জার্সি উন্মোচন এবং বিতরণ অনুষ্ঠান। চতুর্থ আসরে ব্যাচমেটস ০৩/০৫ ক্রিকেট ব্লাস্টের আরও একটি প্রাণবন্ত আয়োজনে এবং কয়েকটি নতুন দলের অংশগ্রহণে আইকনিক আইডিয়ালজ তাদের ঐতিহাসিক লক্ষ্যটি অর্জন করতে পারে কিনা, সেটা দেখতে দলমত নির্বিশেষে সবাই আগ্রহী এবং উদগ্রীব।

উল্লেখ্য, ২০২৩ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রাপ্তি সংক্রান্ত জটিলতার কারণে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি।আসন্ন টুর্নামেন্টে জি গ্রুপে আইকনিকের দুটি ম্যাচ, আগামী ১৩ ডিসেম্বর দুপুর ১২ টায় ম্যাজেস্টিক ময়মনসিংহ এবং ১৪ ডিসেম্বর দুপুর ২ টায় টীম রাজশাহী ডিভিশন এর বিপক্ষে। টুর্নামেন্টটি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) এর ৩টি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাপ্তাহিক এবং সরকারি ছুটির ৫ দিনে মোট ৩৯ টি ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা নামার কথা আগামী ২৫শে ডিসেম্বর ২০২৪। বিগত ৩ আসরের ন্যায় এবারও স্কুল বন্ধুদের দল আইকনিকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশী প্রতিষ্ঠান সিম গ্রুপ, অস্ট্রেলিয়া-ভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল ও একাডেমিয়া গ্লোবাল এবং আমেরিকা-ভিত্তিক বাংলাদেশী ক্রিকেট দল বিডি রয়্যালস।

 

OR

Scroll to Top