টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

মোহামেডান স্পোর্টিং ক্লাব

ফেডারেশন কাপ থেকে বাদ পড়লেও প্রিমিয়ার লিগে ঠিকই এখনো অপ্রতিরোধ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব। রীতিমতো অজেয় এক দলে পরিণত হয়েছে সাদা-কালো জার্সিধারীরা। প্রিমিয়ার লিগে দুরন্ত এই জয়যাত্রায় মোহামেডানের এবারের শিকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

আজ (শুক্রবার) মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা সপ্তম জয় পেল মোহামেডান। ২১ পয়েন্ট নিয়ে উঠল পয়েন্ট টেবিলের শীর্ষে।

প্রথমার্ধের শেষদিকে কাউন্টার অ্যাটাকে উঠে মোহামেডান। পোস্ট ছেড়ে এগিয়ে আসা রহমতগঞ্জ গোলরক্ষককে পরাস্ত করেন রাজু জোরালো এক শটে। এর আগে পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি রহমতগঞ্জ। ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক সুলেমান দিয়াবাতে ব্যবধান করেন দ্বিগুণ। মোহামেডানের আরেক বিদেশি ফুটবলার সানডে করেন দলীয় তৃতীয় গোল। ম্যাচের শেষদিকে রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং গোল করলেও সেটা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

সারাবাংলা/জেটি

বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
মোহামেডান স্পোর্টিং ক্লাব

OR

Scroll to Top