টসে জিতে ব্যাটিংয়ে রংপুর

টসে জিতে ব্যাটিংয়ে রংপুর

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) পুরো আসর জুড়ে নানান নাটকীয়তা-উন্মাদনা-বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে সাত দল নিয়ে শুরু হওয়া গ্রুপ পর্বের ৪২ ম্যাচ। আজ থেকে শুরু হয়েছে প্লে-অফের খেলা।

এলিমিনেটর ম্যাচে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। দুই দলেরই টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। যে দল হারবে, তারাই বাদ পড়বে।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসন সোহান। অর্থাৎ আগে বোলিং করবে মেহেদী হাসান মিরাজের দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশেই এসেছে বড় চমক। বিশেষ করে রংপুর রাইডার্স তাদের একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে একাদশে রেখে শক্তিশালী দল গড়েছে তারা। অপরদিকে, খুলনা টাইগার্সও দলে শক্তি বাড়াতে দুই বিদেশি ক্রিকেটারকে একাদশে রেখেছে। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলে রয়েছেন ক্যারিবীয় দুই তারকা শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার।

গ্রুপ পর্বে চমৎকার ক্রিকেট খেলেছে এই দু’দল। তবে এলিমিনেটর ম্যাচ হওয়ায় জয়ী দল পরবর্তী ধাপে খেলতে পারবে, আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। তাই দুই দলের জন্যই আজকের ম্যাচ বাঁচা-মরার লড়াই।

রংপুর রাইডার্স একাদশ :

নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেখ মাহেদি হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানা, রাকিবুল হাসান, টিম ডেভিড, আকিফ জাভেদ, আন্দ্রে রাসেল, জেমস ভিন্স।

খুলনা টাইগার্স একাদশ :

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার ও মোহাম্মদ মুশফিক হাসান।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

OR

Scroll to Top