ঢাকা, ০২ মার্চ – চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স করলেও বাংলাদেশ আর্থিকভাবে বেশ লাভবান হলো দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ডের হারে।
করাচি শনিবারের এই ম্যাচের আগে সপ্তম বা অষ্টম স্থানে ছিল নাজমুল হোসেন শান্তরা। সেই হিসাবে ১ কোটি ৬৯ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাদের।
তবে ইংল্যান্ড তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। তাতে চার কোটি ২২ লাখ টাকার বেশি পাচ্ছে তারা মানে আড়াই কোটি টাকা বেশি!
এছাড়া অংশগ্রহণ করায় এক কোটি ৫১ লাখ টাকার বেশি পাচ্ছে বাংলাদেশ। মোট ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১১০ টাকা ঢুকছে তাদের অ্যাকাউন্টে।
বৃষ্টির কল্যাণে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। দুই দলেরই পয়েন্ট সমান সমান। তবে রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে গ্রুপে তৃতীয় শান্তর দল। এক পয়েন্ট পাওয়ায় স্বস্তি থাকলেও লম্বা সময় পর আইসিসি ইভেন্ট থেকে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ।
এর আগে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও শান্ত স্বপ্ন দেখান ট্রফি জয়ের।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০২ মার্চ ২০২৫