স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৬
বহু বছরের প্রথা ভেঙে এবার নতুন এক ফরম্যাটে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্বের দীর্ঘ এক লড়াই ও প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ১৬ ক্লাব। এবার শেষ ১৬ এর লড়াইয়ে কে কার মুখোমুখি, চলুন দেখে নেওয়া যাক সেটাই।
গ্রুপ পর্বে শীর্ষ ৮ এ থাকা দলগুলো সরাসরি পৌঁছে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। পরের ১৬টি ক্লাব নিজেদের মধ্যে প্লে-অফ খেলেছে। সেখান থেকে ৮ দল উঠেছে পরের রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ডের ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে পেয়েছে গ্রুপ পর্বে শীর্ষে থাকা লিভারপুল। ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে দ্বিতীয় রাউন্ডে ওঠা ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে। এই চার দলের মাঝে বিজয়ী দুই দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।
দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে জমজমাট লড়াই হবে স্পেনের দুই ক্লাবের। মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্সেনাল লড়বে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে।
শেষ ১৬তে ওঠা একমাত্র ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান লড়বে ফেইনুর্দের বিপক্ষে। দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভারকুসেন মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডেই।
জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড লড়বে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা।
দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১১ ও ১২ মার্চ।
সারাবাংলা/এফএম