চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরছেন লিওনেল মেসি – আনন্দ আলো

চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরছেন লিওনেল মেসি – আনন্দ আলো

সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরছেন ফুটবল তারকা লিওনেল মেসি। গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর মেসি দীর্ঘ দুই মাসের বিরতি নিয়েছেন। ওই সময় তার ফোলা পা নিয়ে ডাগআউটে কাঁদতে দেখা গিয়েছিল।

তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো আশ্বস্ত করেছেন যে, মেসি এখন পুরোপুরি সুস্থ। তিনি জানিয়েছেন, মেসি আগামীকাল ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন। মার্তিনো বলেন, “মেসি এখন ভালো আছেন এবং শুক্রবার অনুশীলন করেছেন। ম্যাচের পরিকল্পনায় তিনি আছেন। শনিবারের অনুশীলন শেষে আমরা সিদ্ধান্ত নেবো তাকে নিয়ে কোন কৌশলে খেলব।”

মায়ামি বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে রয়েছে এবং প্লে-অফও নিশ্চিত করেছে। আগামীকাল ভোরে ঘরের মাঠে তারা ফিলাডেলফিয়াকে আতিথ্য দেবে। মার্তিনো মেসির মাঠে ফেরার বিষয়টিকে দারুণ এক সুখবর হিসেবে উল্লেখ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, মেসি দলের ছন্দ বজায় রাখতে সাহায্য করবেন।

মেসির দীর্ঘ বিরতির ফলে ৮টি ম্যাচ মিস হয়েছে এবং আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও তিনি খেলতে পারেননি। এ কারণে তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কিছু উদ্বেগ দেখা গিয়েছিল। কিন্তু মেসির মাঠে ফেরার খবর সমর্থকদের জন্য বড় স্বস্তির বিষয়। সকলেই আশা করছেন, মেসি দ্রুত আগের মতোই অপ্রতিরোধ্য খেলোয়াড় হিসেবে ফিরে আসবেন।

OR

Scroll to Top