ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মাঠের ক্রিকেটে এখন আর সেই যুদ্ধংদেহী মনোভাবটা চোখে পড়ে না। অনেকটা হেসেখেলে পাকিস্তানকে হারায় ভারত। তবে এখনও এই দুই দলের ম্যাচের আগে জমে উঠে কথার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে লেগে যায় টিকিট বিক্রির ধুম। টেলিভিশনে বিজ্ঞাপনের বাজার পৌঁছায় আকাশচুম্বী। বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমি এখনও অপেক্ষায় থাকে এই ক্রিকেট মহারণ দেখতে।
আগামীকাল রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সেই মহারণ দেখা যাবে আরও একবার। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। যেই ম্যাচ জিতে ভারত চাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করতে। একই সঙ্গে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে হারের শোধ নিতে। অন্যদিকে পাকিস্তানের চাওয়া ভারতকে হারিয়ে সেমির রেসে টিকে থাকা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা। দুদেশের সাবেক ক্রিকেটাররাও নেমেছে কথার লড়াইয়ে। একে অন্যকে দিচ্ছে হুমকি।
তবে এবার দেখা গেল বিপরীত চিত্র। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানের জয় চেয়েছে ভারতেরই এক সাবেক ক্রিকেটার। অতুল ওয়াসান নামের এই ক্রিকেটারের এমন কথায় অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমিরা।
ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার পাকিস্তানের জয় চাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘আমি চাই পাকিস্তান জিতুক কারণ এটি দারুণ হবে, অন্তত টুর্নামেন্টের কথা ভাবলে। আপনি যদি পাকিস্তানকে জিততে না দেন, তাহলে আপনি কী করবেন? যদি পাকিস্তান জিতে যায়, তাহলে এটি একটি প্রতিযোগিতায় পরিণত হয়। একটি সম লড়াই হওয়া উচিত।’
ভারতের একাদশে ব্যাটিং গভীরতার প্রশংসাও করেন এই সাবেক ক্রিকেটার। বলেন, ‘দলে অনেক ভালো ব্যাটার আছে: শুভমান, রোহিত, বিরাট। অক্ষর প্যাটেলসহ আপনি আট নম্বর পর্যন্ত ব্যাট করছেন। রোহিত পাঁচজন স্পিনার বেছে নিয়েছেন। এই দলটি দুবাইয়ের জন্য সেরা। আপনার যা আছে তাতে বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান।’
ঢাকাপ্রতিদিন/এআর