খেলা না হওয়ায় হতাশ শান্ত, খুশি দলের পারফরম্যান্সে – DesheBideshe

খেলা না হওয়ায় হতাশ শান্ত, খুশি দলের পারফরম্যান্সে – DesheBideshe

খেলা না হওয়ায় হতাশ শান্ত, খুশি দলের পারফরম্যান্সে – DesheBideshe

আবুধাবি, ২৭ ফেব্রুয়ারি – চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ। সেখানে ভারতের কাছে হার দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। গতবারের সেমিফাইনালিস্টরা পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যায়। শেষ ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে রাওয়ালপিন্ডিতে। সান্ত্বনার জয় পাওয়ার লক্ষ্য ছিল তাদের। কিন্তু টসই হলো না। বৃষ্টি বাধায় পয়েন্ট ভাগাভাগি করতে হলো দুই দলকেই। তবে ম্যাচ খেলতে না পারায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে হাত মেলান। তারপর ব্রডকাস্টারের কাছে শান্ত বলেছেন, ‘আমি খুবই হতাশ। এই ম্যাচ আমরা সত্যিই খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার ব্যাপারে তো আমাদের কিছু করার নেই।’

তবে প্রেরণা সঙ্গে করে দেশে ফিরতে যাচ্ছে বাংলাদেশ, বললেন এই ব্যাটার, ‘দুই ম্যাচে আমরা যেভাবে দীর্ঘ সময় খেলা ধরে রেখেছিলাম সেটা সত্যিই আমাদের জন্য খুবই প্রেরণাদায়ক। আমরা আশা করি আমাদের ভুলগুলো থেকে শিখতে পারবো। আমরা ঠিক পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে পারবো।’

বোলিং ইউনিট নিয়ে শান্তর বক্তব্য, ‘আমাদের ফাস্ট বোলিং ইউনিট নিয়ে আমরা সবসময় ভুগেছি। কিন্তু গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার এসেছে। তাসকিন, নাহিদ রানা, ফিজও আছে। আমাদের দারুণ একটি বোলিং আক্রমণ। আশা করি তারা তাদের কাজ করবে এবং দলের জন্য সেরাটা দেবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৫



OR

Scroll to Top