এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৭:২৬
ভক্ত মানেই পাগলামি। আফরান নিশোর ভক্তরা তার ব্যতিক্রম না। ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’তে নিশো একজন কয়েদি। ছবি মুক্তির আগে তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন কয়েদির পোশাক পরে। এবার নিশোর ভক্তরা তাকে অনুকরণ করে কয়েদির পোশাক পরে ছবিটি দেখলেন। তারা মিছিল নিয়ে সিনেমা হলে আসেন।
জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে একশরও বেশি নিশো ভক্ত ‘দাগি’ দেখেন। এর আগে ‘দাগি’র ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। এ সময় তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা সেই পোশাক।
ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দেখা করেন ‘দাগি’ সিনেমার অনেকে।
বিষয়টি নিয়ে ‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।”
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’-তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।
ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
সারাবাংলা/এজেডএস