ঈদের পর বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে

ঈদের পর বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২২:৪৭ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ০৫:১৮

টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর যে বাংলাদেশ সফরে আসবে তার  একটা আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। এবার চুড়ান্ত হয়ে গেল বিষয়টি। এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে আফ্রিকান দলটি।

এই সিরিজটা মূলত জিম্বাবুয়ের ‘পাওনা’ সিরিজ। ২০২৪ সালে জিম্বাবুয়ে সফর করেছে বাংলাদেশ। সেই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল বলে দুটি টেস্ট স্থগিত রেখে তিনটির জায়গায় পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।

বাকি দুটি টেস্ট খেলতে এপ্রিলে আসছে জিম্বাবুয়ে। বিষয়টা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। দুই টেস্টের একটি যে ঢাকার বাইরে হচ্ছে সেটাও বলেছেন নাফিস।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম। আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।’

শিগগিরই সিরিজের ভেন্যু ও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাফিস, ‘ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ। একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ঢাকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা গ্রাউন্ড ডিপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছি। তারা আমাদের পরামর্শ দেবে এবং সবকিছু ঠিক করেই আমরা জানাতে পারব।’

সারাবাংলা/এসএইচএস

OR

Scroll to Top