ঢাকা, ১৭ এপ্রিল – এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি হবে জর্ডানের আম্মানে। স্বাগতিক জর্ডান ছাড়া অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে ৩১ মে ও ৩ জুন। তবে কোন তারিখে কোন দলের বিপক্ষে খেলবে তা ঠিক হয়নি। দু’একদিন পরে ম্যাচের সূচি পাওয়া যাবে। ত্রিদেশীয় প্রীতি ম্যাচ হলেও কোনো ফাইনাল থাকছে না। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে।
বৃহস্পতিবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, সকালে প্রধান কোচ পিটার বাটলারের সাথে এই সিরিজ নিয়ে আলোচনায় বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দল জর্ডান যাবে ২৭ মে। দুই ম্যাচ খেলে ৪ জুন দেশে ফিরবে দল।
এই সিরিজের আয়োজক জর্ডান বাংলাদেশকে হসপিটালিটি দেবে ৩০ মে থেকে। তবে বাফুফে তিনদিন আগেই সেখানে দল পাঠাবে বেশি অনুশীলনের সুযোগ করে দেওয়ার জন্য। কোচের চাহিদা মতোই বাফুফে ম্যাচের তিনদিন আগে জর্ডানে মেয়েদের পাঠাবে।
ফিফা র্যাংকিংয়ে দুই দেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে। জর্ডানের অবস্থান ৭৪ ও ইন্দোনেশিয়া ৯৪। নিজেদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা হিসেবেই এই সিরিজ খেলার সিদ্ধান্ত বাফুফের।
‘আমরা চেয়েছিলাম এশিয়ান কাপ বাছাইয়ের আগে দল শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলুক। এই দুই দলের বিপক্ষে ম্যাচ খেললে মেয়েরা নিজেদের অবস্থান বুঝতে পারবে। এমন কি কোচও বুঝতে পারবেন দলকে কতটা প্রস্তুত করতে পেরেছেন। আমাদের বিশ্বাস এই ম্যাচ দুটি খেললে দলের জন্য অনেক ভালো হবে’- বলেন কিরণ।
জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সিনিয়র ১০ ফুটবলার ভুটান গেছেন সেই দেশের ঘরোয়া লিগ খেলতে। জাতীয় দলে তাদের ভবিষ্যত কি জানতে চাইলে কিরণ বলেন, ‘এটা পুরোপুরি কোচের বিষয়। এখানে আমার হস্তক্ষেপ করার সুযোগ নেই। দল কিভাবে সাজাবেন সেটা কোচই সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে কোচের সাথে কোনো কথাও হয়নি।’
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ এপ্রিল ২০২৫