আলোচনায় ওয়ালিদের ‘ঢাক ঢোল বাজে’

আলোচনায় ওয়ালিদের ‘ঢাক ঢোল বাজে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

ওয়ালিদ হাসান

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছে ‘ঢাক ঢোল বাজে’ গানটি। এর কথা লিখেছেন ওয়ালিদ হাসান। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শান শায়েক, কণ্ঠ দিয়েছেন মিউজিক আলফার সতের জন শিল্পী। প্রযোজনা করেছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড এবং মিউজিক আলফা।

গানটি প্রকাশের পরপরই ইউটিউব, ফেসবুক এবং টিকটকে ভিউ বেড়েই চলেছে। হ্যাশট্যাগ #dhakdholbajeব্যবহার করে বানানো ভিডিওর সংখ্যা অনেক।

গানটি নিয়ে গীতিকার ওয়ালিদ বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার লেখা গান এত মানুষকে ছুঁয়ে যাবে। আমি কৃতজ্ঞ সবার ভালোবাসার জন্য। গান লিখি নিজের মনের জন্য, কিন্তু যখন দেখি অন্যের মনেও সেই কথাগুলো দাগ কাটে তখন নিজেকে ধন্য মনে হয়।’

ইতোমধ্যে তিনি বাংলা চলচ্চিত্রের জন্য গান লিখছেন। এছাড়াও অনেক জনপ্রিয় শিল্পীরা তার লেখা গান গেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায়, চম্পা বনিক, খায়রুল ওয়াসী, নির্ঝর চৌধুরী, শাহরিয়ার রাফাত, তরিক মৃধা, আতিক, সানজিদা রিমি প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

ওয়ালিদ হাসান
ঢাক ঢোল বাজে

OR

Scroll to Top