স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ১৬:০৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৬:০৯
গতকাল বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবালের হয় ‘ম্যাসিভ’ হার্ট অ্যাটাক। টানা ২২ মিনিট সিপিআর ও ডিসি শকের মাধ্যমে ফেরানো হয় হার্টবিট। হার্টে ধরা পড়েছে ব্লক, পরানো হয়েছে রিং। কেপিজে হাসপাতালে চিকিৎসা নেয়া তামিম আপাতত শংকামুক্ত হলেও বিপদ এখনও পুরোপুরি কাটেনি। সেরে উঠতে আরও সময় লাগবে। গতকাল গোটা দিনটা বাংলাদেশের মানুষের কেটেছে তামিমের জন্য প্রার্থনায়। তাদের সাথে যোগ দেন লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, মনোজ তিওয়ারির মতো বিদেশি ক্রিকেটাররাও।
শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম হার্ট অ্যাটাকের পর জটিল অংশটুকু কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। তারা আশ্বস্ত করেছেন তামিম সুস্থা আছেন, খাওয়া দাওয়া করেছেন, পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন। বিপদসঙ্কুল পথটুকু পাড়ি দিয়ে এসে তামিম সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন নিজের ফেসবুক পেইজে।
আজ (মঙ্গলবার) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া পোস্টে তামিম ফিরিয়ে এনেছেন তার দুই বছর আগের স্মৃতি। যেখানে একটি এমএফএস প্রতিষ্ঠানের ক্যাম্পেইনে অংশ নেন তামিম, ক্যাম্পেইনের বিজয়ী অনুপ নামের একজনকে সারপ্রাইজও দেন তিনি উপহার তুলে দিতে গিয়ে। সেই প্রচারণামূলক কাজ করতে গিয়ে তামিম জানতে পারেন অনুপের বাবা হার্টের অসুখে ভুগছেন, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। পরবর্তীতে তামিম নিজেই তুলে নেন অনুপের বাবার চিকিৎসার দায়িত্ব।
ফেসবুক পেজে তামিম লেখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।
হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?
আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।
আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’
সারাবাংলা/জেটি